পাসপোর্ট জব্দ থাকায় পুরস্কারটি নিতে নেদারল্যান্ডস যেতে পারেননি তিনি
জাতীয় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সাহসী সাংবাদিকতার জন্য “ফ্রি প্রেস অ্যাওয়ার্ড” দিয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা “ফ্রি প্রেস আনলিমিটেড”।
মঙ্গলবার (২ নভেম্বর) সেরা অদম্য সাংবাদিক হিসেবে এ পুরস্কার পান তিনি। বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশে স্বাস্থ্যখাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে নিগ্রহ, নির্যাতন ও মামলার শিকার হন তিনি। গতবছর এ পুরস্কার পেয়েছিলেন নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা।
এদিন সন্ধ্যায় পাকিস্তানের খ্যাতিমান সাংবাদিক হামিদ মীরের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তার স্বামী মো. মনিরুল ইসলাম। পাসপোর্ট জব্দ থাকার কারণে পুরস্কারটি নিতে নেদারল্যান্ডস যেতে পারেননি।
এদিকে, পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সাংবাদিক রোজিনা ইসলামকে প্রথম আলোর এক প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছে। এ সময় তিনি বলেন, “আমি এই পুরস্কার দেশের সেসব সাংবাদিককে উৎসর্গ করছি, যারা প্রতিকূলতার মধ্যেও সেরা সাংবাদিকতা করে যাচ্ছেন।” তিনি আরও বলেন, “কারাগার থেকে বেরিয়ে আমি বলেছিলাম, সাংবাদিকতা চালিয়ে যাব। এই পুরস্কার পাওয়ার পর আমি আবারও বলছি, আমার লড়াই চলবে।”
অন্যদিকে, “নিউকামার অব দ্য ইয়ার” ক্যাটাগরিতে তরুণ সাংবাদিকদের তালিকায় এ পুরস্কারটি জিতেছেন ভারতীয় সাংবাদিক ভাট বোরহান।
বিশ্বের ৪০টিরও বেশি দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার উৎকর্ষের জন্য কাজ করে এই সংস্থাটি। এছাড়া বিশ্বব্যাপী ৯০টির বেশি সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সংস্থাটির।
Leave a Reply