সাংবাদিক আমিরুল মোমেনীন
প্রথম দিনেই করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন পেলেন সিনিয়র সাংবাদিক আমিরুল মোমেনীন। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকেল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি এ ভ্যাকসিন নেন। আমিরুল মোমেনীন জাতীয় গণমাধ্যম ‘আজকাল’ এর প্রধান সম্পাদক ও বাংলাদেশে সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক।
এছাড়া, দেশের প্রথম ভ্যাকসিন নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। তার পরেই ভ্যাকসিন নেন আরও দুইজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসকদের মধ্যে প্রথম ভ্যাকসিন পান হাসপাতালের কনসালট্যান্ট লুৎফর কবির মবিন ও আল মামুন। এ ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ তারা মিয়া, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডা. অরুপ রতন চৌধুরী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আফরোজা জাহিন এবং একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোশাররফ হোসেন প্রমুখ। সব মিলিয়ে ২৫ জনকে গতকার করোনার ভ্যাকসিন দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন- স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিক।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ বলেন, প্রথম একজন নার্সের শরীরে ভ্যাকসিন প্রয়োগের মধ্যদিয়ে দেশে কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হয়েছে।
আমিরুল মোমেনীন বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। অনেকেই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলছেন। কিন্তু আমি এখনো কোন পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখিন হই নি।
Leave a Reply