বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ১০:২৭ পূর্বাহ্ন
ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। আর এতে বাড়ছে প্রাণহানি। আজ সোমবার (৫ আগস্ট) আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেছে পাঁচজনের। আর গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫ জন।
১১ বছরের বিজয় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি। তার শরীরের অভ্যন্তরে হচ্ছে রক্তক্ষরণ। যা তার মুখ এবং বমি দিয়ে বের হয়ে আসছে। পাশের বিছানাতেই ভর্তি ৩ বছরের শিশু আরবী ও তার মা।
প্রতিনিয়ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। ফলে চাপ বাড়ছে হাসপাতালে।
সোহরাওয়ার্দী মেডিকেলে ৬০ শয্যার এই শিশু ওয়ার্ডে এখন চিকিৎসা নিচ্ছেন ২শ ৫০ জনের বেশি রোগী। ফলে হাসপাতালের করিডোরে অস্থায়ী বিছানা করে দেয়া হচ্ছে চিকিৎসা।
শিশু ওয়ার্ডে নার্সদের ইনচার্জ আনোয়ারা বেগম ১৬ বছর ধরে কাজ করছেন সোহরাওয়ার্দী হাসপাতালে। তিনি জানান, এরআগে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
ভয়াবহ পরিস্থিতে সোমবার (৫ আগস্ট) আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মৃত্যু হয়েছে পাঁচজনের।
চিকিৎসকরা জানান, ডেঙ্গু রোগের প্রকোপ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। তাই তা রোধে সচেতনতা খুব জরুরি। এর প্রকোপ রোধে সচেতনতার বিকল্প নেই।
Leave a Reply