বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন
ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন নিজ জেলার হাসপাতালে। ঈদের ছুটিতে রাজধানী ছাড়বেন লাখো মানুষ। এতে ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা ও প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। নাগরিক সমাজ বলছে, সব মহলের সচেতনতা আর সতর্কতা ছাড়া এর বিস্তার ঠেকানো সম্ভব নয়।
কদিন পরই কর্মব্যস্ত নগরি ছেড়ে ঈদ আনন্দ ভাগ করে নিতে প্রাণের টানে ছুটবে রাজধানীবাসী। কিন্তু এবার ঈদ আনন্দে ছেদ ধরাতে পারে ডেঙ্গু। প্রতিদিনই পত্র-পত্রিকা, টেলিভিশন আর সামাজিক যোগাযোগমাধ্যম জানান দিচ্ছে রাজধানীর ডেঙ্গু আক্রান্তরা কিভাবে ছড়াচ্ছে জেলা ও বিভাগীয় শহরে।
এবার ঈদের দীর্ঘ ছুটি কাটাতে রাজধানী ছাড়তে পারে প্রায় এক কোটি মানুষ। শঙ্কা এসব মানুষের মাধ্যমে সারাদেশেই মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে ঘাতক ডেঙ্গু।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকারের বিভিন্ন মহলসহ সর্বসাধারণের মাঝে সচেতনতা বাড়ানো ছাড়া এর থেকে পরিত্রাণের উপায় নেই।
চিকিৎসকরা বলছেন, ঈদের ছুটিতে সারাদেশেই ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা রয়েছে। তবে, এজন্য সরকারি হাসপাতাল ও মেডিকেলে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
এ মুহূর্তে সারাদেশের হাসপাতালে ভর্তি আছেন চার হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী।
Leave a Reply