সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে সরকার উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার ( ১৮ জুলাই) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জবাবদিহিতা না থাকায় দুর্নীতি লাগামহীন পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে বলেও মন্তব্য করেন রিজভী।
বিএনপির বিভাগীয় সমাবেশে বাধা দেয়ায় অভিযোগ করে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করা হয়।
Leave a Reply