শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:২১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ কাকডোব গ্রামে একটি ছাগল আট পা বিশিষ্ট বাচ্চার জন্ম দিয়েছে । এটি দেখতে দশ গ্রামের মানুষ ওই গ্রামে ভিড় জমিয়েছে।
বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মোজাহারুলের একটি ছাগল বিস্ময়কর বাচ্চার জন্ম দেয়। ছাগলের মালিক জানান, প্রথমে ছাগলটি একটি স্বাভাবিক বাচ্চার জম্ম দেয়। পরের বাচ্চাটিও অস্বাভাবিক। এটির আটটি পা ও তিনটি কান। ছাগল ছানাটি জন্মের কিছুক্ষণ পরই মারা যায়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, জেনেটিক কারণে ছাগলটি আট পা বিশিষ্ট বাচ্চা জন্ম দিয়েছে ।
Leave a Reply