মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:২৪ পূর্বাহ্ন
রাজধানীতে শীতের প্রকোপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ। শীত নিবারণে তাদের শেষ ভরসা ফুটপাতে বসা কাপড়ের দোকানগুলো।
আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা নেমে আসবে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
ঘাসের ডগায় শিশির বিন্দু মনে করিয়ে দেয় পৌষ এসে গেছে। পৌষের হিম বাতাস নগরবাসীর মনে শিহরণ জাগালেও সাধারণ খেটে খাওয়া মানুষের ঠোঁট থেকে হাসি কেড়ে নিয়েছে। যাদের ঠাঁই রেলস্টেশনে কিংবা পথের ধারে তাদের কষ্টটা একটু বেশিই।
শীতে সাধারণ মানুষের ভরসা ফুটপাতের দোকান। বিক্রেতারা বলছেন গত কয়েকদিনে গরম কাপড়ের বেচাকেনা বেড়েছে কয়েক গুণ।
আবহাওয়া অধিদফতর বলছে, এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী সপ্তাহেই যা শৈত্যপ্রবাহে রূপ নেবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ২৫ তারিখের পর থেকে দেশের উত্তর-উত্তর পশ্চিমাঞ্চলে এবং মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময় তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
ঠাণ্ডাজনিত নানা রোগ থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
Leave a Reply